বাণিজ্যিকভাবে একুরিয়ামে মাছ চাষ

 মাছ চাষে যেভাবে অধিক লাভবান হবেন বর্তমান সময়ে বাড়ির একুরিয়ামে বিভিন্ন প্রজাতির রংবেরঙের মাছ চাষ করা জনপ্রিয় হয়ে উঠেছে।

বাণিজ্যিকভাবে একুরিয়ামে মাছ চাষ
যারা শখের বসে একুরিয়ামে মাছ চাষ করেন বা পালন করেন তাদেরকে বলা হয় একুউরিস্ট। ব্যস্ত এই শহরের ইট, পাথর এবং সিমেন্টে করা ভীষণ ব্যস্ত নগরকেন্দ্রিক জীবন ব্যবস্থায় এক পলকের জন্য হলেও চোখ আটকে যায় ড্রয়িং রুম কিংবা বেডরুমের ভিন্ন রকমের এক নান্দনিক একুরিয়ামের উপর। 

একুরিয়াম হল এক ধরনের কৃত্রিম জলধারা, যার মধ্যে জলজ উদ্ভিদ এবং অন্যান্য উপকরণ স্থাপনের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করে বিভিন্ন প্রজাতির মাছ পালন, সংরক্ষণ এবং প্রদর্শন করা হয়। যারা একুরিয়ামে মাছ চাষ করেন তাদের মূল উদ্দেশ্য থাকে আনন্দ লাভ কিংবা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করা।

একুরিয়ামের জন্য সেরা পাঁচটি মাছ

বর্তমান সময়ে ব্যস্ত শহরে, বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান বা রেস্টুরা ইত্যাদি বিভিন্ন স্থানের এক পাশে একুরিয়াম রাখা বর্তমান সময়ে জনপ্রিয় শখে পরিণত হয়েছে। তবে একুরিয়ামে সব ধরনের মাছ রাখা সম্ভব নয়। একুরিয়ামের জন্য নির্দিষ্ট কিছু প্রজাতির মাছের প্রয়োজন হয়। আজ আমরা সেরকমই একই ব্যায়ামের জন্য সেরা পাঁচটি মাছ নিয়ে আলোচনা করব-


বেট্টা মাছঃ এটি থাই জাতীয় মাছ।" ইকান বেটাহ" থেকে এই মাসের নামকরণ করা হয় বেট্টা মাছ। রংবেরঙের হওয়ার কারণে এই ক্ষুদে মাছটি একুরিয়ামের জন্য বেশ জনপ্রিয়। এই মাছটির প্রায় ২৫ টির বেশি প্রজাতির রং রয়েছে।


গাপ্পিস মাছঃ একুরিয়াম প্রেমিদের কাছে গাপ্পি মাছ বেশ জনপ্রিয় একটি মাছ। কারণ এই মাছের সৌন্দর্য প্রকাশ পায় তার লেজ থেকে। গাপ্পি মাছের লেজ বিভিন্ন রঙের হয় যার ফলে একুরিয়াম প্রেমীরা আকর্ষিত হয় এবং এই মাছ পালন করার ইচ্ছা প্রকাশ করে। গাপ্পি মাছের জোড়া ৮০ টাকা থেকে ১০০ টাকার মধ্যে হয় এবং এই মাছ পালন করার কোন ঝামেলা নাই বিধায় সহজেই একুরিয়ামে চাষ করা যায়।

করিডোরাস ক্যাটফিশঃ এই মাছ তার সৌন্দর্যের জন্য অ্যাকিউড়িস্ট এর মধ্যে বেশ জনপ্রিয়। এই মাছ যেমন শান্ত তেমনি গিস্মন্ডলেও সাধু পানির মাছ হওয়ায় একুরিয়ামের জন্য একদম উপযুক্ত। ক্যাডফিশ জাতীয় মাছ একুরিয়ামে একই সাথে অন্যান্য প্রজাতির মাছের সাথেও ভালোভাবে মিলিত হয় এবং আক্রমণাত্মক নয়।

হার্লিকুইন রাসবোরাসঃ হার্লিকুইন রাসবোরাস মাছ একটি জনপ্রিয় প্রজাতির এবং এটি বেশ পরিচিতি গ্রুপিং মাছ। এই ধরনের মাছ দলবদ্ধ থাকতে বেশি পছন্দ করেন। এই মাছের গায়ের কালো দাগ এটির সুন্দর যা আরো দ্বিগুণ বাড়িয়ে তুলে।

জেব্রা ফিসঃ জেব্রা ফিস ডেনীয় গ্রুপের একটি সাধু পানির মাছ। বাংলায় এটি অঞ্জু মাছ নামে পরিচিত। এইমাত্র একুরিয়ামের জন্য বেশ জনপ্রিয় কারণ এই মাছ সহজেই বাজারজাত করা যায়।

এ্যাকুরিয়ামের মাছের নাম এবং ছবি


Varkala


একুরিয়ামের পানি পরিষ্কার রাখার উপায়

একুরিয়াম প্রেমীদের কাছে একুরিয়াম শুধু একটি শখ নয়< বরং এটি একটি জীবন্ত বাস্ততন্ত্রের যত্ন নেওয়ার কৌশল। বিভিন্ন প্রজাতির মাছ, উদ্ভিদ এবং অনুজীব একুরিয়ামের পানির গুণমানের উপর নির্ভরশীল। পরিসংখ্যান থেকে জানা যায় যে, প্রায় ৬০% নতুন একুরিয়াম মালিকরা প্রথম বছরের পানির বুনমান সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন। যার ফলে একুরিয়ামে থাকা মাছ বা জীবজন্তুর মৃত্যুহার বেড়ে যায়। একুরিয়াম পানির গুণমান নির্বাচন করা হয় সেই পানির প্যারামিটারের উপর।

প্রধান পানির প্যারামিটার

  • অ্যামোনিয়া
  • নাইট্রাইট
  • নাইট্রেট
  • পিএইচ
  • কঠোরতা
  • তাপমাত্রা
ইত্যাদির ওপর নির্ভর করে। একুরিয়ামের যেই পানির গুণগত মান ভালো সেই পানির মাছ, উদ্ভিদ, এবং অনুজীব এর বৃদ্ধির হার বেশি।

একুরিয়ামে মাছের খাদ্য?

জীবন্ত মাছের খাদ্যের মধ্যে রয়েছে কিচো, স্লাজ,অয়ার্ম। জলের মাছি, রক্ত কৃমি এবং ফিডার ফিশ। লার্ভা এবং অল্পবয়স্ক মাছের খাদ্যের মধ্যে রয়েছে ইনফুসোরিয়া ( প্রোটোজোয়া এবং অন্যান্য অনুজীব), সদ্য ডিম ফুটানো ব্রাইন চিংড়ি এবং মাইক্রোওয়াম।

উপসংহার

একুরিয়ামে বাণিজ্যিকভাবে মাছ চাষ মূলত শোভা বর্ধনকারী মাছের জন্য উপযোগী এবং লাভজনক একটি পথ। পেতে জায়গা কম লাগে এবং শহর অঞ্চলে সহজে পরিচালনা করা সম্ভব বলে মাছ চাষ করা সম্ভব। তবে সঠিক যত্ন ও বাজার জ্ঞান থাকা আবশ্...





ধন্যবাদ
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url