পেয়ারা চাষের লাভজনক পদ্ধতি
কোন জাতের হাঁস পালন অধিক লাভবান কৃষিতে পেয়ারা চাষ একটি লাভজনক ব্যবসা। আর এই পেয়ারা চাষ ব্যবসায়ী লাভের মুখ দেখার জন্য প্রয়োজন সু নির্ধারিত ধারণা এবং পেয়ারা চাষের জন্য উপযুক্ত পরিচর্যা করা।
মূলত, উঁচু এবং মাঝারি উচু জমিতে পেয়ারা চাষ করার জন্য উপযুক্ত। যেহেতু, পশু এবং মাঝারি জমিতে পানি জমে থাকতে পারে না তাই এই ধরনের পেয়ারা চাষের জন্য নির্বাচন করা হয়। মে এবং সেপ্টেম্বর মাস পেয়ারা চারা রোপন করার জন্য উপযুক্ত সময়। তবে যদি উপযুক্ত সেচের ব্যবস্থা থাকে তাহলে সারা বছরই বিভিন্ন উন্নত জাতের পেয়ারা জাত চাষ করা যায়।
পেয়ারা চাষ করার জন্য কিভাবে মাটি তৈরি করব?
বেলে দোআঁশ মাটি পেয়ারা চাষের জন্য উপযুক্ত মাটি। যে জমিতে পেয়ারা চাষ করা হবে সেই জমি অবশ্যই ভালো নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে। জ্যামিতি উঁচু এবং মাঝারি উঁচু হতে হবে। পেয়ারা চারা রোপণ করার জন্য বেলে দোওয়াশ মাটির সাথে ভালো করে গোবর বা কম্পোস্ট সার, টিএসপি সার এবং পটাশ সার ভালোভাবে মিশিয়ে ৫০x৫০x৫০ সেন্টিমিটার আকারে গর্ত তৈরি করতে হবে।
আরো পড়ুনঃ ব্যবসায় লাভজনক বিভিন্ন জাতের ছাগল
তবে, অবশ্যই গর্ত তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যেন গাছের শিকড় ভালোভাবে চারিদিকে ছড়িয়ে যেতে পারে। গর্তের মধ্যে সার মিশানো মাটি দিয়ে তারপর পেয়ারার চারা রোপণ করে ভালোভাবে মাটি দিয়ে চাপা দিয়ে রাখতে হবে। যদি নির্ধারিত নিয়মে পেয়ারা তারা রোপন করা হয় তাহলে অবশ্যই আশানুরূপ ফল আশা করা যায়।
পেয়ারা চাষ করার জন্য মাটি তৈরিতে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে?
- উপযুক্ত মাটি নির্বাচন করা
- পরিমাণ অনুযায়ী গর্ত তৈরি করা
- পরিমাণ মতো সার প্রয়োগ করা
- বাছাইকৃত এবং উন্নত জাতের চারা রোপণ করা
- সেচ এবং পর্যাপ্ত পরিচর্যা করা
কোন সময় পেয়ারা চারা রোপন করা ভালো?
মে এবং সেপ্টেম্বর মাস পেয়ারার চারা রোপণ করার জন্য উপযুক্ত সময়। তবে যদি সেচের ব্যবস্থা থাকে তাহলে বিভিন্ন জাতের পেয়ারার চারা সারা বছরই রোপন করা সম্ভব। মে এবং সেপ্টেম্বর এই দুই মাস এর আবহাওয়া পেয়ারা গাছের বৃদ্ধির জন্য অত্যন্ত সহায়ক মাস।
বর্তমানে কৃষিতেআরো আধুনিক এবং উন্নতির প্রযুক্তির কারণে সারা বছর চাষ করা যায় এমন অনেক পেয়ারার বীজ বা চারা পাওয়া যায়। শুধু পানি সেচের ব্যবস্থা থাকলে হবে। তবে, পিয়ারা চারা রোপন করার জন্য কিছু বিষয় অত্যন্ত যত্ন সহকারে খেয়াল রাখা প্রয়োজন তা হলো-পেয়ারার চারা রোপণ করার জন্য অবশ্যই বেলে এবং বেলে ধোয়াশ মাটির প্রয়োজন। পেয়ারা রোপন করার জন্য ৫০x৫০x৫০ সেন্টিমিটার গর্ত করে তাতে প্রয়োজন অনুযায়ী সার দিয়ে ঠিক কোন দিন পর সারা রোপন করা উচিত।
পেয়ারা চারা রোপণে সার প্রয়োগ?
পেয়ারার চারা রোপন করার সময় কিছু পরিমাণ সার দেওয়া হয় যা গাছের বৃদ্ধি এবং ভালো ফলনের জন্য ব্যবহার করা হয়। তবে তারা রোপনের সময় অবশ্যই গোবর বা কম্পোস্ট সার, টিএসপি সার এবং পটাশার ভালোভাবে মাটির সাথে মিশিয়ে চারা রোপন করতে হয়।
বর্তমান কৃষিতে আধুনিকতার সোয়াই বেশ উন্নতিতে পৌঁছেছেন। এখন সব ধরনের ফসলে সারা বছর চাষ করা সম্ভব প্রয়োজন শুধু সঠিক পরিচর্যা। পেয়ারার চারার রোপন মে এবং সেপ্টেম্বর মাস হলেও ভালো পানি সেচের ব্যবস্থা থাকলে সারা বছরই রোপন করা যায়।
ধন্যবাদ
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url